টেক-ট্রেন্ডি তরুণদের চাহিদা পূরণের জন্য অভিনব ডিজাইনের শক্তিশালী ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি ও ৬.৮২ ইঞ্চি এইচডি প্লাস সিনেমেটিক ডিসপ্লের এ স্মার্টফোনটি ৪ জিবি/৬৪ জিবি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড এবং ২ জিবি/৩২ জিবির সংস্করণে পাওয়া যাচ্ছে।
নতুন এ ফোনটিতে জিপিএস, ওয়াইফাই, ব্লু-টুথ, জি-সেন্সর, ই-কম্পাস, এল-সেন্সর, প্রক্সেমিটি সেন্সর ও ফিঙ্গারপ্রিন্ট সুবিধা রয়েছে। এছাড়াও ব্যবহারকারীরা নতুন কী কী সুবিধা পাবেন তা নিয়েই আজকের এ আয়োজন।
ব্যাটারি: তরুণ প্রজন্মকে সারাদিনের ফোনের ব্যবহারের সুবিধা দিতে স্মার্টফোনটিতে সুবিশাল-শক্তিশালী ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। যা একবার সম্পূর্ণ চার্জ করে নিলে ৩৪ দিনেরও বেশি স্ট্যান্ডবাই সুবিধা পাওয়া যাবে। নতুন এ স্মার্টফোনটি দিয়ে প্রায় দেড় দিন টানা কথা বলা যাবে। বিশাল ব্যাটারির এ স্মার্টফোনটি দিয়ে ১৩ ঘণ্টার বেশি গেইমস খেলা যাবে এবং ১৫ ঘণ্টারও বেশি ভিডিও দেখা যাবে। যা ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও ফোনটিকে অনেকটা এগিয়ে রাখবে।
ডিজাইন: ইনফিনিক্সের সবচেয়ে বেশি বিক্রিত হট সিরিজের নতুন এ ফোনটির ৬.৮২ ইঞ্চির সিনেমাটিক ডিসপ্লে স্মার্টফোন ব্যবহারকারীদের মুভি, গেমিং ও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে দুর্দান্ত ভিউইং অভিজ্ঞতা দিবে। নতুন প্রজন্মের মোবাইল ফোনের গেমারদের গেমিং এক্সপেরিয়েন্সকে আরও সমৃদ্ধ করতে স্মার্টফোনটিতে আইম্যাক্স মুভি রেশিওর সমান ২০:৫:৯ ফুল ভিউ রয়েছে। ফোনটি ভায়োলেট, ওশান ওয়েভ, কোয়েটজল সায়ান ও মিডনাইট ব্ল্যাক এ চারটি রংয়ে পাওয়া যাচ্ছে।
ক্যামেরা: দুদার্ন্ত ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে ফ্ল্যাশলাইটসহ ৮ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং পেছনে ট্রিপল এলইডি ফ্ল্যাশলাইটসহ ১৩ মেগা পিক্সেলের এআই লেন্স যুক্ত ক্যামেরা রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচারযুক্ত এ ক্যামেরা দিয়ে অসাধারণ সব ছবি তোলা যাবে।
অপারেটিং সিস্টেম: ইনফিনিক্সের হট ৯ প্লেতে অ্যান্ড্রয়েড ১০ ব্যবহার করা হয়েছে। সেই সাথে এক্সওএস৬ ব্যবহার করায় ভিডিও দেখা ও গেমস খেলার জন্য আদর্শ ফোন হট ৯ প্লে। এতে আরও রয়েছে অক্টাকোর প্রসেসর ও হেলিও এ২৫ ২.০ গিগাহার্টেজের বিল্ট-ইন সিপিইউ।
দাম: বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য টেক-ট্রেন্ডি হট ৯ প্লে স্মার্টফোনটির ৪ জিবি/৬৪ জিবি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের সংস্করণটির দাম পড়বে ৯ হাজার ৯৯০ টাকায এবং ২ জিবি/৩২ জিবি সংস্করণটি ৭ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।